
সিলেট "ল" কলেজের ছাত্র ও সিলেট এয়ারপোর্ট রোডের বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী নাদের মুর্শেদ তুহিন (২৯) গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার এয়ারপোর্ট বড়শালা ফরিদাবাদ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। এরপর সম্ভাব্য সকল জায়গা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সকলের সাথে যোগাযোগ করলে কেউ কোন সন্ধান দিতে পারে নি।
অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও না পেয়ে ৪ নভেম্বর তুহিনের মা নুরজাহান নিলু এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার অনলাইন জিডি ট্রাকিং নং: TSIGLA, জিডি-নং-১৭৫ তারিখঃ ০৪/১১/২৫ ইং। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে তাহার মা নিলু বেগমের ফোনে যোগাযোগ করবেন, মোবাইল নং- 01723938510 অথবা নিকটস্থ থানায় জানানোর আহবান জানানো হয় নাহেদ আহমদ তুহিনের পরিবার পক্ষ থেকে।
নিখোঁজ হওয়া নাদের মুর্শেদ তুহিন ৩ নং খাদিম নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড়শালা ফরিদাবাদ মাদ্রাসা সিকন্দর আলীর একমাত্র ছেলে। বর্তমানে তাহার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজ হওয়া নাদের মোর্শেদ তুহিনের বিবরণ:
নাহেদ মোর্শেদ তুহিন, পিতাঃ তেরাব উদ্দিন , মাতাঃ নিলু বেগম, জাতীয়তাঃ বাংলাদেশী, ধর্মঃ ইসলাম, বৈবাহিক অবস্থাঃ বিবাহিত, শারীরিক গড়নঃ চুলঃ ছোটখাট, গায়ের রংঃ শ্যামলা, উচ্চতাঃ ৬' ফুট ওজনঃ ৭৮ কেজি, হারিয়ে যাওয়ার সময় ফুল হাতা টিশার্ট ও প্যান্ট ছিল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। ঠিকানাঃ (স্থায়ী ও বর্তমান)-ফরিদাবাদ মাদ্রাসার পাশে।, গ্রাম-বড়শলা, ইউনিয়ন/ওয়ার্ড-৩নং খাদিম নগর ইউ/পি, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট,